Type to search

Lead Story রাজনীতি

আইসিইউতে বিএনপি নেতা রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালের তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেলে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে ইনজেকশন দেওয়া হয়েছে। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ার সাথে সাথে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তাকে।

রুহুল কবির রিজভী কোভিড-১৯ আক্রান্ত হলে গত ১৮ মার্চ তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Translate »