Type to search

Lead Story আন্তর্জাতিক

আইএসে কমপক্ষে ৬৬ ভারতীয় বংশোদ্ভূত জঙ্গি

ইসলামিক স্টেটে (আইএস) কমপক্ষে ৬৬ জন ভারতীয় বংশোদ্ভূত জঙ্গির খোঁজ মিলেছে বলে একটি রিপোর্টে দাবি করেছে আমেরিকা। ‘২০২০ কান্ট্রি রিপোর্টস অন টেররিজম’ শীর্ষক রিপোর্টে এসব কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে একই সঙ্গে ঠিক সময়ে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সন্ত্রাস সংক্রান্ত কার্যকলাপ শনাক্ত এবং ব্যাহত করায় জাতীয় তদন্তকারী সংস্থাসহ (এনআইএ) ভারতের সব সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর সক্রিয় ভূমিকাকেও সাধুবাদ জানিয়েছে আমেরিকা। অন্য দিকে, সন্ত্রাস রুখতে পাকিস্তানের ব্যর্থতাকে ফের একবার তুলে ধরা হয়েছে ঐ রিপোর্টে। সংবাদ প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

রিপোর্ট অনুযায়ী, নভেম্বর পর্যন্ত ৬৬ জন আইএস জঙ্গির হদিস মিলেছে যারা ভারতীয় বংশোদ্ভূত বলে প্রমাণ মিলেছে। পাশাপাশি ২০২০ সালে কোনো ‘ফরেন টেররিস্ট ফাইটার’ (এফটিএফ)-কে ভারতে প্রত্যর্পণ করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে ঐ রিপোর্টের বয়ানে।

রিপোর্টটিতে ভারতের প্রসঙ্গে আমেরিকা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আরেও জানিয়েছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘রেজুলিশন ২৩০৯’ বা ইউএনএসসিআর ২৩০৯ প্রয়োগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে চলেছে ভারত। এনআইএ প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বরের শেষের দিকে সংস্থাটি আইএস-সম্পর্কিত ৩৪টি ঘটনার তদন্ত চালিয়েছে। যার অন্তর্গত ১৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৯ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ এবং কেরল থেকে দশ জন আল-কায়দা জঙ্গিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার জন্য রিপোর্টটিতে ফের জো বাইডেন প্রশাসনের তোপের মুখে পড়েছে পাকিস্তান।

এবিসিবি/এমআই

Translate »