স্বাস্থ্যবিধি মানার ড্রেস!

করোনা মহামারির সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এজন্য মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। মেনে চলা হচ্ছে বিভিন্ন সতর্কতা। তবে শেই নামে এক পোশাক ডিজাইনার ভিন্ন উপায় বের করেছেন।
স্বাস্থ্যবিধি মেনে চলতে ছয় ফুট ব্যাসার্ধের পোশাক তৈরি করেছেন তিনি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পোশাকটি পরা ছবি ও ভিডিও পোস্ট করেছেন শেই। গোলাপি রঙের এই পোশাকের পাশাপাশি মুখে মাস্কও পরেছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এটা অনেকটা নিজের সামাজিক দূরত্ব বজায় রাখার বৃত্ত। পোশাকটি তৈরি করতে গণিতের গরমিল হওয়ায় দুইবার ব্যর্থ হন শেই। তবে তৃতীয়বারে সফল হয়েছেন।
১২ ফুট হুপস্কার্টটি অনেক হালকা এবং দামেও সাশ্রয়ী। এটি তৈরি করতে ২৭০ মিটার নেট কাপড় ব্যবহার করা হয়েছে। চলাচলের সুবিধার জন্য পোশাকের নিচের অংশে রয়েছে ছোট চাকা। পোশাকটি তৈরি করতে সময় লেগেছে দুই মাস। পোশাক নিয়ে শেই মজা করে বলেন, আমাদের পার্কিংয়ে গিয়ে ফটোশুট করতে হয়েছে কারণ শুধুমাত্র এই স্থানেই পোশাকটি পরে চলাচল সম্ভব। এনডিটিভি