Type to search

বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করে পরিচিতদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে হ্যাকাররা

নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। তবে সচেতন না হওয়ার কারণে অনেক সময় হ্যাকাররা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করলেও তা জানতে পারেন না ব্যবহারকারীরা। আর এই সুযোগে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে গোপনে বিভিন্ন পণ্য বিক্রির মিথ্যা প্রলোভন দেখিয়ে পরিচিতদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে হ্যাকাররা।

সম্প্রতি ‘ম্যালভার্টাইজিং স্ক্যাম’ নামে পরিচিত এ ধরনের প্রতারণার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এক নারী। হ্যাকাররা তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করে জরুরি ভিত্তিতে ঘরের কিছু পণ্য বিক্রির বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনে বলা হয়, কোনো পণ্য কিনতে চাইলে দ্রুত অগ্রিম অর্থ পাঠাতে হবে। পরিচিতদের অনেকেই পণ্য বিক্রির তথ্য সঠিক ভেবে আর্থিকভাবে প্রতারিত হয়েছেন।

একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন লেসা লওয়ারি নামের এক ফেসবুক ব্যবহারকারী। লেসা লওয়ারির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড করে ট্রাক্টর, ফোর হুইলার এবং বিমান টিকিট বিক্রির বিজ্ঞাপন দিয়ে তিন দিনের মধ্যে কয়েক হাজার ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সুসান বালমার নামের আরও একজন ভুক্তভোগী জানান, হ্যাকাররা তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করে টেইলর সুইফটের কনসার্টের ভুয়া টিকিট বিক্রি করে অর্থ সংগ্রহ করেছে। এমনকি পরিচিত ব্যক্তিদের কাছে বিভিন্ন লিংক পাঠিয়ে অর্থ সাহায্য বা অনুদানও নিয়েছে তারা।

নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্যমতে, ফেসবুকে ম্যালভার্টাইজিং প্রতারণার ঘটনা বাড়ছে। এ ধরনের প্রতারণার ক্ষেত্রে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করার পাশাপাশি পরিচিত ব্যক্তিদের বোকা বানিয়ে অর্থ সংগ্রহ করছে হ্যাকাররা। সমস্যা সমাধানে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখার পাশাপাশি পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করতে হবে। ফেসবুকে প্রদর্শিত কোনো বিজ্ঞাপন বা সন্দেহজনক লিংকে ক্লিক না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।

সূত্র: ডেইলি মেইল

Translate »