Type to search

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশেই হবে নাসার মতো প্রতিষ্ঠান

নাসা Nasa-Bootcamp-এবিসিবি নিউজ-abcb news

এবার দেশেই হবে নাসার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান। সরকারের উদ্যোগে উন্নত রাষ্ট্রগুলোর মতো এবার মহাকাশ চর্চার যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষার্থীদের জন্য আকাশবিজ্ঞান চর্চার নতুন সুযোগ করে দিতে যাচ্ছে সরকার। এখনও পরিকল্পনা হিসেবেই থাকলেও এটি বাস্তবায়ন হলে মহাকাশবিজ্ঞান চর্চার অভিজাত ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ।

আর সরকারের সংশ্লিষ্ট মহল বলছেন, শুধু পরিকল্পনা নয়, এটি বাস্তবায়নে দ্রুত উদ্যোগও নেওয়া হবে। জানা গেছে, সেখানে জনসাধারণের জন্যও থাকবে মহাকাশ পর্যবেক্ষণের সুযোগ। তারা দেখতে পারবে নক্ষত্রদের গতি আর পতন। মহাকাশবিজ্ঞান চর্চাকে সাধারণ মানুষের জন্য উৎসাহিত করতে এ প্রকল্পটি সহায়ক হবে। এ ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সম্প্রতি গণমাধ্যমকে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে জোর দিতে হবে, জাতিগতভাবে আমরা যদি বিজ্ঞানপ্রিয় হই তাহলে দেশ এমনিতেই এগিয়ে যাবে। এই প্রকল্পটি এখনও পরিকল্পনা হিসেবেই আছে, তবে এটি বাস্তবায়ন হলে মহাকাশবিজ্ঞান চর্চার অভিজাত ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ।

এ লক্ষ্যে দেশের প্রথম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপন করা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে এই মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র’।

এ প্রকল্পের আওতায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মিত হবে নাসার মতো একটি প্রতিষ্ঠান। যেখানে আকাশ ও নভোমণ্ডলের তারকারাশির ওপর দৃষ্টি রাখা হবে সূক্ষ্মভাবে। খোঁজা হবে মানবজাতির জন্য নতুন আবাসস্থলও।

উল্লেখ্য, পৃথিবীকে পৃথক করা কর্কট ক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল হলো ফরিদপুরের ভাঙ্গা উপজেলা। তাই এই জায়গা থেকেই সবচেয়ে ভালোভাবে মহাকাশ পর্যবেক্ষণ করা যাবে। আর সে জন্যই এত বড় ও উন্নত একটি প্রতিষ্ঠান নির্মাণের জন্য ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বেছে নেওয়া হয়েছে।

Translate »