Type to search

আন্তর্জাতিক মিডিয়া

বিশ্বজুড়ে রেকর্ড সাংবাদিক কারাবন্দি

বিশ্বে সাংবাদিকদের গ্রেফতারের ঘটনা বাড়ছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (আরএসএফ) এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

ওই রিপোর্টে পরিসংখ্যান তুলে ধরে দেখানো হয়েছে, ২০২১ সালে যেখানে জেলে যাওয়া সাংবাদিকের সংখ্যা ছিল ৪৮৮, সেখানে ২০২২ সালের এক মাস বাকি থাকতেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩। জরিপ অনুযায়ী, সাংবাদিকদের গ্রেফতারে এগিয়ে রয়েছে ৫টি দেশ।

কয়েক বছরের মতো এবারও শীর্ষে রয়েছে চীন। এর পরেই রয়েছে যথাক্রমে মিয়ানমার, ইরান, ভিয়েতনাম ও বেলারুশ। এ প্রসঙ্গে আরএসএফ এর প্রধান ক্রিস্টোফার ডেলোয়ার জানান, বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরাচারী শাসকগোষ্ঠী সাংবাদিকদের যেভাবে গ্রেফতার করছে তা অতীতে দেখা যায়নি।

তরপরই তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে সরকারের বিরুদ্ধে সত্য তুলে ধরার জন্য গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে সংগঠনটি। সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে ইরান এর আগে শীর্ষ ৫টি দেশের মধ্যে ছিল না।

সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে ইরান এর আগে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ছিল না। সাংবাদিকদের গ্রেফতারের ক্ষেত্রে ইরান এর আগে শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ছিল না। 

কিন্তু গত সেপ্টেম্বরে পুলিশ হেফাজতে মাহশা আমিনীর মৃত্যুর পর দেশজুড়ে যে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল তখন গণমাধ্যমকে সরকারের গোঁড়া ও রক্ষণশীল নীতির বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে দেখা গেছে। এরপর ৩৪ জন সাংবাদিককে গ্রেফতার করে ইরানি প্রশাসন।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২২ সালে নারী সাংবাদিকদের গ্রেপ্তারের সংখ্যাও রেকর্ড করা হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৭৮ জন নারী সাংবাদিক কারাগারে রয়েছেন। এর আগে এত নারী সাংবাদিক গ্রেফতার হয়নি।

পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে সাংবাদিকদের কারাদণ্ডের বেশিরভাগ ঘটনা ঘটেছে এশিয়ায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এসব দেশে কারাগারে আটক সাংবাদিকের সংখ্যা বেড়েছে।

এবিসিবি/এমআই

Translate »