Type to search

মিডিয়া

ইউক্রেন যুদ্ধে ১২ সাংবাদিকের মৃত্যু’

গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার মধ্য দিয়ে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এর পর থেকে রবিবার (২৭ মার্চ) পর্যন্ত টানা ৩২ দিনের মতো চলছে দেশ দুইটির লড়াই। এতে ২ পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের প্রধান প্রসিকিউটর ইরিনা ভেনেদিকতভা বলেছেন, রাশিয়ার আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন সাংবাদিক। তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ইরিনা আরও বলেন, নিহত সাংবাদিকদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও রাশিয়ার মিডিয়া কর্মীরা।  আহতদের মধ্যে রয়েছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, সুইজারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের রিপোর্টার।

এবিসিবি/এমআই

Translate »