Type to search

আন্তর্জাতিক মিডিয়া

হামাস-ইসরায়েল সংঘাতে ৩১ সাংবাদিকের মৃত্যু

ফিলিস্তিন-ইসরায়েল চলমান সংঘাতে এ পর্যন্ত অন্তত ৩১ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

সিপিজে জানায়, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে।

সিপিজের তথ্যের বিশ্লেষণে দেখা যায়, এসব সাংবাদিক মোট ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামাস-সমর্থিত রেডিও আল-আকসার। এই সংবাদমাধ্যমের ৭ সাংবাদিক নিহত হয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »