Type to search

মিডিয়া

রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে: আইন উপদেষ্টা

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম ।  ফাইল ছবি

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি রোজিনা ইসলাম ও রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হবে।

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্না ও সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে থাকা মামলা—এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা। এ জন্য এই মামলা প্রত্যাহার করা হবে।

আসিফ নজরুল আরও বলেন, প্রতিনিধিত্বমূলক উদাহরণ হিসেবে এই দুই মামলার কথা উল্লেখ করেছেন তিনি। এমন আরও অনেক মামলা প্রত্যাহার করা হবে।

২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। পরে শাহবাগ থানা-পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। পরে রোজিনা ইসলামের বিরুদ্ধে ১৯২৩ সালের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির দুটি ধারায় মামলা করা হয়।

Translate »