সাজেদা পারভীন সাজু’র বই ‘আমার আয়নাঘর’

নিজের জীবনের গল্প নিয়ে সাজেদা পারভীন সাজু’র বই ‘আমার আয়নাঘর’। লেখকের এটি দ্বিতীয় বই। লেখকের জীবনের গল্প, আবেগ আর বাস্তবতার মিশেলে সব সমস্যা পেছনে ফেলে সফলতার কাহিনিগুলো উঠে এসেছে বইটিতে।
লেখক বলেন, আমার লেখার উদ্দেশ্য আমার মতো যে সব মেয়েরা জীবনের শুরুতে ধাক্কা খেয়েছে, নানা সমস্যায় পড়েছে। উঠে দাঁড়াতে চায় কিন্তু তারা সাহস পায় না, তাদের জন্য। ইচ্ছে থাকলেই আপনি এগিয়ে যেতে পারবেন। তাই পরিকল্পনাটা শুরু থেকেই নিতে হবে । স্বপ্নের মতো জীবনকে না ভেবে যে পরিস্থিতি আসুক না কেন তাকে মোকাবেলা করতে হবে । আমার বিশ্বাস আজই শুরু করুন। কি করতে চান আগে ঠিক করুন এরপর হাঁটতে শুরু করেন । লক্ষ্যে আপনিই পৌছাবেন । সাথে রাখুন ধৈর্য আর সততা ।
বইটি এক কথায় আমার আয়না। এই আয়নায় আমি আমার জীবনের গল্পগুলো বলেছি। একজন নারীর সামনের সাড়িতে উঠে আসার গল্পই আমার আয়নাঘর। ‘আমার আয়নাঘর’ বইটি প্রকাশ করেছে বর্ষা দুপুর প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান।
এর আগে অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ লেখকের প্রথম কাব্যগ্রন্থ সময় প্রকাশিত হয়। স্টুডেন্ট ওয়েজ বইটি প্রকাশ করে।