হঠাৎ বুকে ব্যথার করণীয় কি?
অনেক সময় হঠাৎ করেই বুকে ব্যথা শুরু হয়। অনেকেই এটাকে গ্যাসের ব্যথা বলে অবহেলা করেন। বুকে ব্যথাটা সাধারণ না গুরুতর তা বোঝার উপায় জানানো হয়েছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে। যেমন-
১. বুকে চাপ চাপ ব্যথা হচ্ছে? বুকের এক পাশ বা গোটা বুক জুড়েই ব্যথা হচ্ছে? এই ব্যথা হলে হৃদরোগের লক্ষণ হতে পারে। ব্যথাটি অনেক সময় বাম হাত, গলা ও চোয়ালের নিচেও হয়। এই ব্যথাকে সাধারণ গ্যাসের ব্যথা ভেবে এড়িয়ে গেলে ভুল করবেন।
২. পেটের উপর দিকে ব্যথা হচ্ছে? বিশেষজ্ঞদের কথায়, হৃদরোগের ব্যথা অনেক সময় পেটের উপরের দিকে হয়। সাধারণত বাম দিকে হৃৎপিণ্ডের নিচ বরাবর ব্যথা অনুভূত হয়।
৩. নিশ্বাস বন্ধ হয়ে আসছে? শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে? ঠিকমতো শ্বাস নিতে পারছেন না? শ্বাসের এমন সমস্যাও হৃদরোগের সমস্যা হতে পারে।
৪. ঘাম হচ্ছে, বুক ধড়ফড় করছে? হৃদরোগের অন্যতম বড় লক্ষণ হল এই দুটি। এই লক্ষণগুলিকে গরম লাগা বা গ্যাসের চাপ চাপ ব্যথা ভেবে ভুল করবেন না।
বিশেষজ্ঞরা বলছেন, উপরের যেকোন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। লক্ষণগুলি অবহেলা করে বাড়ি বসে থাকলে বিপদ আরও বাড়বে।
এবিসিবি/এমআই