প্লাস্টিকের বোতলে পানি পান করছেন? যেসব বিপদ হতে পারে
অফিস হোক কিংবা বাসা—সব খানেই প্লাস্টিকের বোতল ব্যবহার করা হয়। কেননা প্লাস্টিকের বোতল, টিফিন বক্স, বাটি বেশ সহজলভ্য। আবার দামেও সস্তা। আর এ কারণেই সবাই তা বেছে নিচ্ছেন। হাতের কাছে থাকা সেসব প্লাস্টিকের বোতলে পানি পান করলে হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বিভিন্ন গবেষণায় এমনটাই বলছেন গবেষকরা।
গবেষণা বলছে, প্লাস্টিকের বোতল থেকে পানি পান করলে সেই প্লাস্টিকের কণাগুলো শরীরে ঢুকে রক্তের সঙ্গে মিশে যায়। ক্ষতিকর সেসব উপাদান মানুষের শরীরের জন্য বিষ। দিনের পর দিন প্লাস্টিকের কণা শরীরে ঢুকে রক্তে মিশতে থাকলে, রক্তচাপের হেরফের হয়। শরীরে টক্সিন বা দূষিত পদার্থের মাত্রাও বহুগুণে বেড়ে যায়। এর প্রভাব পড়তে পারে হার্টেও। দূষিত প্লাস্টিকের কণা শরীরে ইনসুলিনের ক্ষরণেও প্রভাব ফেলে। যা পরবর্তীতে ডায়াবেটিসের কারণও হতে পারে। আবার নিয়মিত প্লাস্টিকের বোতলে পানি পান করলে কিডনির দুরারোগ্য রোগও হতে পারে।
মাইক্রোপ্লাস্টিক মানুষের প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব ফেলছে বলে মনে করেন গবেষকরা। অধিক মাত্রায় প্লাস্টিক-কণা রক্তে মিশলে পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। নারীদেরও ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতা কমে যেতে পারে।
বাজারে যে পানির বোতল বিক্রি করা হয়, তার অধিকাংশই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। এই ধরনের বোতলে দিনের পর দিন পানি পান করলে ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়। কেননা প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা দেহের জন্য ক্ষতিকর।
থমাস রয়টার্স ফাউন্ডেশন বলেছে, আমরা আসলে জীবদ্দশায় মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে প্রচুর প্লাস্টিক খেয়ে ফেলতে পারি। সেটা প্রায় ৪৪ পাউন্ড। এই সংখ্যাটি মূলত প্লাস্টিকের বোতল থেকে এবং সামুদ্রিক খাবার থেকে আমাদের শরীরে ঢোকে। আমরা যে প্লাস্টিক নদী বা সমুদ্রে ফেলি তা পরবর্তীতে আমাদের প্রিয় চিংড়ি বা মাছের মাধ্যমে আমাদের কাছেই ফিরে আসে।
অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিলের মতে, নিয়মিত পরিষ্কার না করলে প্লাস্টিকের বোতলে ব্যাকটেরিয়া, ছত্রাক বৃদ্ধির পরিবেশ তৈরি হয়। তাই পুনরায় সেসব বোতল ব্যবহার না করাই ভালো।
সূত্র: আনন্দবাজার ও টেষ্টিং টেবিল