করোনায় দিশা আইভারমেকটিন : ৫ দিনে কমায় সংক্রমণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভুগছে দেশ। ভ্যাকসিন যখন বিলম্বিত হচ্ছে তখন করোনা সংক্রমণের বিরুদ্ধে আশা জাগিয়েছে আইভারমেকটিন। ধারণা করা হচ্ছে, এই অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ কেউ করোনা সংক্রমিত হওয়ার প্রথম ৫ দিনের মধ্যে সেবন করলে তার সংক্রমণের মাত্রা কমে যায় উল্লেখযোগ্যভাবে। এমন তথ্য পাওয়া গেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আইসিডিডিআরবির গবেষণায়।
তাদের বিশেষজ্ঞরা বলেছেন, এই ওষুধ চিকিৎসকদের জন্য অনেক সহায়ক হতে পারে। করোনা চিকিৎসায় এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে চ‚ড়ান্ত সিদ্ধান্তে আসতে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। তবে কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন না করতে সবাইকে পরামর্শ দিয়েছেন তারা।
সোমবার রাজধানীর এক হোটেলে আইসিডিডিআরবি আয়োজিত এক সেমিনারে হাসপাতালে ভর্তি নিশ্চিতভাবে মৃদু করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন অথবা আইভারমেকটিনের সঙ্গে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা বিষয়ে গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, আইসিডিডিআরবি এই র্যান্ডোমাইজড, ডাবল-ব্লাইন্ড, প্লাসিবো-কন্ট্রোলড ট্রায়াল যা একটি দৈবচয়নভিত্তিক গবেষণা। এ পদ্ধতিতে প্রয়োগকৃত ওষুধ বিষয়ে পরীক্ষক ও অংশগ্রহণকারীর কোনো সুনির্দিষ্ট ধারণা থাকে না এবং ওষুধের পরিবর্তে ওষুধসদৃশ বস্তু ব্যবহার করা হয়।
এ রকম একটি গবেষণার আওতায় ঢাকার তিনটি হাসপাতালে ভর্তি থাকা ৬৮ জন করোনা রোগীর মধ্যে ২২ জনকে শুধু মুখে খাওয়ার আইভারমেকটিন (১২ মিলিগ্রাম, দিনে একবার, ৫ দিন), ২৩ জনকে এক ডোজের আইভারমেকটিনের (১২ মিলিগ্রাম) সঙ্গে ডক্সিসাইক্লিন (২০০ মিলিগ্রাম ডক্সিসাইক্লিন প্রথম দিন এবং পরবর্তীকালে ১০০ মিলিগ্রাম দিনে দুবার, ৪ দিন) এবং ২৩ জনকে প্লাসিবো (ওষুধসদৃশ্য বস্তু) দিয়ে চিকিৎসার নিরাপত্তা ও কার্যকারিতা তুলনা করে দেখা হয়।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অংশগ্রহণে গবেষণাটি সম্পন্ন হয়।
গবেষণায় আরও দেখা গেছে, আইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন এবং প্লাসিবোর চিকিৎসার তুলনায় ৫ দিনের আইভারমেকটিন চিকিৎসায় রোগীর ক্লিনিক্যাল অবস্থার উন্নতিও ছিল সম্ভাবনাময়; যেখানে রক্তের বিভিন্ন বায়োমার্কারের উন্নতির মাধ্যমে নির্দেশিত সংক্রমণের তীব্রতার মাত্রা কমার লক্ষণ দেখা যায়। শুরু থেকে ৭ দিনের মাথায় শুধু ৫ দিন আইভারমেকটিন প্রাপ্ত দলে অন্য দুটি দলের তুলনায় সি-রিঅ্যাক্টিভ প্রোটিন (সিআরপি) ও ল্যাকটেইট ডিহাইড্রোজিনেস (এলডিএইচ) এবং ফেরিটিন লক্ষণীয়ভাবে কমতে দেখা যায়।
এই গবেষণার ফলাফলের ওপর একটি আর্টিক্যাল ডিসেম্বরের ২ তারিখে ইন্টারন্যাশনাল জার্নাল অব ইনফেকশাস ডিজিজেসে (আইজেআইডি) প্রকাশ করা হয়েছে বলেও জানায় আইসিডিডিআরবি।