আরও ২৪২৩ জন শনাক্তা, মারা গেছেন ৩৫জন
স্বাস্থ্য অধিদপ্তরেরে নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় নতুন আরও ২৪২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫৭ হাজার ৫৫৩ জন। গতকাল মারা গেছেন ৩৫ জন। দেশে এপর্যন্ত মারা গেছেন ৭৮১ জন।
মারা যাওয়া ৩৫ জনের মধ্যে পুরুষ ২৯ জন, নারী ৬জন। সুস্থ হয়েছেন ৫৭১ জন। মোট সুস্থ হলেন ১২হাজার ১৬১ জন।
ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৫১০ জনের।