Type to search

শিক্ষা

বিসিএস সাধারণ ক্যাডারে অধ্যাপক হলেন সরকারি কলেজের ৬০৯ শিক্ষক

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬০৯ জন শিক্ষককে সরকার পদোন্নতি দিয়েছেন। সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে তারা পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

অনলাইনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের ওএসডি হিসেবে যোগদান করে আগের পদেই দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ৬০৯ জনের মধ্যে দু’জন লিয়েনে দেশের বাইরে আছেন। লিয়েন শেষে দেশে ফিরে এসে তারা যোগদান করবেন।

Translate »