Type to search

বাংলাদেশ শিক্ষা

কোটা সংস্কারের দাবি: রেললাইন অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় রেললাইনে গাছ ফেলে আটকে দেয় তারা। দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা রেললাইনে অবস্থান করছিলেন।

এর আগে সকাল ১০টা থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর স্লোগান দিতে দিতে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে বোটানিক্যাল গার্ডেনের পাশ দিয়ে কৃষি অনুষদের সামনের রেললাইন আটকে অবস্থান করছেন আন্দোলনরত তিন সহস্রাধিক শিক্ষার্থী।

আন্দোলনরত শিক্ষার্থীরা ৪টি দাবি উত্থাপন করে আন্দোলন করছেন। তাদের দাবিগুলো হলো- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কার; কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপদ পূরণ; জীবদ্দশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটার ব্যবহার (এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অন্তর্ভুক্ত); প্রতি জনশুমারির সঙ্গে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা।

রাজশাহী রেল স্টেশনের স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, শিক্ষার্থীদের ধর্মঘটের কারণে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন হরিয়ানা রেলস্টেশনে এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন সারদাহ রোড রেলস্টেশনে আটকা পড়েছে। শিক্ষার্থীরা অবিলম্বে রেললাইন না ছাড়লে ট্রেনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।

এবিসিবি/এমআই

Translate »