নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণ, আটক ৩
জেলা প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার ৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামে ওই গণধর্ষণের ঘটনা ঘটে।
আটককৃতরা হলো-ওই গ্রামের ইউসুফ শেখের ছেলে প্রেমিক মিশান শেখ (১৮), একই গ্রামের মিজান শেখের ছেলে মো. নাইম শেখ (১৮) ও রবিউল শিকদারের ছেলে বাপ্পি শিকদার (১৯)।
আহত অবস্থায় ধর্ষণের শিকার ওই ভুক্তভোগীকে প্রথমে কালিয়া হাসপাতাল ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সঙ্গে উথলী গ্রামের মিশান শেখের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মিশান ওই স্কুলছাত্রী ফোনে ডেকে বাড়ির পাশের মাঠের মধ্যে নিয়ে মুখ বেঁধে সে ও তার সহযোগীরা গণধর্ষণ করে পালিয়ে যায়। আহত অবস্থায় পরিবারের লোকজন ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই অভিযান চালিয়ে বাপ্পি শিকদার, মিশান শেখ ও মো. নাইম শেখকে গ্রেফতার করে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ৩ জনকে মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।’
গণধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।