নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে দুপুরের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। উক্ত মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টিএসসি এলাকার রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ থেকে সারা দেশে সংঘটিত নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়।