চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতারের স্বামীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের স্বামী মেজর (অব.) লতিফুল আলম চৌধুরী (৭২) মারা গেছেন। গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূইয়া বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।
গত ১৩ জুলাই উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারসহ পরিবারের ৭ সদস্য করোনা ভাইরাসে পজিটিভ হলে পরবর্তীতে উপাচার্য, স্বামী এবং তাদের মেয়ে রিফাত মোস্তফাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরিবারের সবাই করোনা মুক্ত হন। কিন্তু স্বামী লতিফুলের পরবর্তীতে করোনা রির্পোটে নেগেটিভ আসলেও শ্বাসকষ্টসহ অন্যান্য জটিলতা দেখা দিলে কয়েকদিন আগে আইসিইউতে নেওয়া হয়। এরপর সেখানেই মারা যান।