Type to search

শিক্ষা

করোনাভাইরাস: ফের ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়লো

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বিস্তারের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা ছুটি বাড়িয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন ছুটি ঘোষণা করেছেন সরকার।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

করোনা সংকটের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের সব শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত ৭ দফা ছুটি বাড়ানো হয়েছে।

দেশে কওমী মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এর আগে সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের কোনো ধরণের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

Translate »