করোনাভাইরাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু

করোনাভাইরাসে শনাক্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম তরফদার মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।
এ বিষয়ে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আমান উল্লাহ জানান, আমাদের বিভাগের শফিউল আলম তরফদার স্যার করোনাভাইরাসে শনাক্ত হয়ে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এছাড়াও ডায়াবেটিস ও কিডনি সমস্যায়ও ভুগছিলেন তিনি। তিনি প্রথমে হাসপাতালের কেবিনে ছিলেন। হঠাৎ করে অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যাওয়ায় তার আইসিইউতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।