Type to search

অপরাধ শিক্ষা

জাবিতে দলবদ্ধ ধর্ষণ: ছয়জনের সনদ স্থগিত, ৩ জন সাময়িক বহিষ্কার

ধর্ষণ-rape-এবিসিবি নিউজ-abcb news

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছয়জনের সনদ স্থগিত করা হয়েছে। এর মধ্যে তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন- জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের মুরাদ হোসেন, মোস্তফা মনোয়ার সিদ্দিকী, শাহ পরান, মো. হাসানুজ্জামান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।

এদের মধ্যে শাহ পরান ছাড়া সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এদিকে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রচলিত আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পাঁচ কর্মদিবসের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হবে। নির্ধারিত সময়ে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে।

এবিসিবি/এমআই

Translate »