Type to search

বিনোদন

সাবেক মিস টিন থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকবের ৩৩ বছর কারাদণ্ড

সাবেক মিস টিন থাইল্যান্ড ও থাই ডাচ অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবের মাদক মামলায় ৩৩ বছরের কারাদণ্ড হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থাইল্যান্ডের আদালত তাকে এ সাজা দেন। শুক্রবার (২১ আগস্ট) সংবাদমাধ্যম ব্যাংক পোস্ট এসব তথ্যই দিয়েছে।

ব্যাংক পোস্টের প্রতিবেদনে বলা হয়, প্রেমিকের সাথে অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আটক করা হয়। ওই সময় তাদের কাছ থেকে কয়েক রকমের মাদকদ্রব্য পুলিশ উদ্ধার করেছিল। আটকের হওয়ার পর প্রায় একবছর সাজা ভোগের পর ২০১৮ সালের ২৮ আগস্ট ওই মামলা থেকে অব্যাহতি পান ওই সাবেক মিস টিন থাইল্যান্ড অ্যামেলিয়া।

অন্যদিকে অ্যামেলিয়া প্রেমিকের ২৫ বছর ৪ মাসের কারাদণ্ড হয়। একসাথে ৭ লাখ ৫০ হাজার বাথ (থাই মুদ্রা) অর্থদন্ড করা হয়। পরে অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখারও নির্দেশ দিয়েছিলেন দেশটি আদালত।

কারাদণ্ডের পাশাপাশি তাকেব ৬ লাখ ৬৬ হাজার ৬শ ৬৬ বাথ (থাই মুদ্রা) অর্থদন্ড করা হয়েছে। তবে এই অভিনেত্রী জ্যাকব এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে ব্যাংক পোস্ট।

প্রসঙ্গত, অ্যামেলিয়া সিরিজ “থিদা ভ্যানর্ন” অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান থাইল্যান্ডে। এছাড়া তিনি ২০০৬ সালে মিস টিন থাইল্যান্ড শিরোপা জেতেন।

Translate »