Type to search

বিনোদন

রণবীর-আলিয়ার আংটি বদল

রণবীর আলিয়া

পুরো বছরই প্রেম ও বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২১ সালের আগেই বাগদান সেরে ফেলছেন রণবীর-আলিয়া জুটি।

এ বিষয়ে দুই তারকা কোনো মন্তব্য না করলেও বলিউড হাঙ্গামা দাবি করছে, বুধবার চুপিসারেই আংটি বদল সেরে ফেলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।

এই মুহূর্তে তারা রয়েছেন রাজস্থানের রণথম্ভোরের আমন হোটেলে।

তাদের সঙ্গে আছেন নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর, মহেশ ভাটসহ দুই পরিবারের সদস্যরা। আবার অতিথি হিসেবে তাদের সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং জুটি।

Translate »