Type to search

বিনোদন

মৌমাছির কামড়ে শুটিং সেটে অজ্ঞান মিলন

অভিনেতা মিলন ভট্টাচার্য-এবিসিবি নিউজ

শুটিং সেটে মৌমাছির কামড়ে জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা মিলন ভট্টাচার্য। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। শুধু মিলনই নয়, মৌমাছির আক্রমণের শিকার হয়েছে পুরো ইউনিটের অভিনয়শিল্পী, ক্যামেরাম্যান, ক্রুসহ ১৭ জন।

‘জমিদার বাড়ি’ নামে একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে এ ঘটনা ঘটে। নাটকটি নির্মাণ করছেন নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল। জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়ির পাশে বাঁশঝাড়ে দৃশ্য ধারণের কাজ শুরু হয়।

দুটি দৃশ্যের পর হঠাৎ মৌমাছি আক্রমণ করে বসে। সঙ্গে সঙ্গে শুটিং বন্ধ হয়ে যায়। মিলনকে আনুমানিক চার শতাধিক মৌমাছি কামড়েছিল বলে ইউনিটের সদস্যরা জানিয়েছেন। এ সময় অভিনেতা মিলনের পরনে ছিল লাল ধুতি-পাঞ্জাবি। আর তার মধ্যে ঢুকে পড়ে মৌমাছির দল।

মৌমাছির কামড়ে একসময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে মিলন এখন কিছুটা সুস্থ আছেন। হাসপাতাল থেকে গেস্ট হাউসে ফেরেন মিলন। সারা শরীর ফুলে গেছে। বিপদ কেটে গেলেও শরীরে অনেক ব্যথা অনুভব করছেন তিনি।

Translate »