Type to search

বিনোদন

মারা গেছেন ‘দ্য গডফাদার’ খ্যাত অভিনেতা জেমস ক্যান

কালজয়ী চলচ্চিত্র ‘দ্য গডফাদার’-এ সনি কর্লিওনির ভূমিকায় অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা জেমন ক্যান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যান। অভিনেতার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যানের মৃত্যুর সংবাদ জানানো হয়।

টুইটারে ক্যান পরিবারের পক্ষ থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, ৬ জুলাই সন্ধ্যায় জিমি আমাদের ছেড়ে এই পৃথিবী ত্যাগ করেছেন । ক্যান পরিবার আপনাদের ভালবাসা, আবেগ এবং সমবেদনার জন্য কৃতজ্ঞ । এই কঠিন সময়ে আপনারা তার পরিবারের একান্ততার প্রতি সম্মান রাখবেন বলে আমরা আশা করি।’

‘দ্য গডফাদার’ ছাড়াও, ‘এল ডোরাডো’, ‘মিজারি’, ‘এলফ’, ‘ব্রায়ান’স সং’-এর মতো সিনেমাগুলো দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ক্যান।

১৯৬১ সালে অভিনয় জীবন শুরু করেন জেমস ক্যান। ‘ব্লাড সোয়েট অ্যান্ড স্ট্যানলি পোল’ ছবিতে পিটার ফোন্ডার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি । এরপর ‘কেজড’, ‘এল ডোরাডো, ‘বেন ক্যাসি’-র মত ছবিগুলো দিয়ে ধীরে ধীরে পরিচিতি লাভ করেন তিনি।

এরপর ‘কাউন্টডাউন’ চলচ্চিত্রে তিনি প্রথম জুটি বাঁধেন রবার্ট ডুভালের সঙ্গে, যিনি পরবর্তীতে ‘দ্য গডফাদার’-এও ক্যানের সঙ্গে কাজ করেছেন । ‘দ্য গডফাদার’ এবং ‘ব্রায়ান’স সং’ ছবি দুটি জেমস ক্যানের জীবন পুরোপুরি বদলে দেয়। ১৯৭২ সালে মুক্তি পাওয়া ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য অস্কার মনোনয়নও পেয়েছিলেন ক্যান।

জেমস ক্যানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অ্যাল-পাচিনো, রবার্ট ডি নিরোর মতো তারকারা।

এবিসিবি/এমআই

Translate »