Type to search

বিনোদন

মমতার ‘এপাং ওপাং ঝপাং’ পাঠ করলেন অভিনেত্রী শ্রীলেখা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘কবিতা বিতান’ নামক কাব্যগ্রন্থের জন্য ‘বাংলা আকাদেমি পুরস্কার’ দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। কিন্তু এ ঘটনায় সাহিত্যাঙ্গনে চলছে বিতর্ক, আলোচনা ও সমালোচনা।

এমন পরিস্থিতিন মধ্যেই টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র মমতার লেখা দুটি কবিতা আবৃত্তি করলেন। তিনি কবিতা আবৃত্তির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ভিডিওর শুরুতে শ্রীলেখা বলেন, ‘কে বলে বাঙালি শুধুই রবীন্দ্রনাথের লেখা পড়ে। এই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হলেন তার নিরলস সাহিত্যচর্চা আর সাধনার জন্য।’ এরপর মমতার লেখা দুটি কবিতা পাঠ করেন শ্রীলেখা। প্রথমে পড়েন ‘এপাং ওপাং ঝপাং’। কবিতা শেষ করে বললেন, ‘এ কবিতার গূঢ় অর্থ আছে। নিশ্চয়ই যারা তাকে আকাদেমি পুরস্কার দিয়েছেন, সুবিচার করেছেন।’

এরপর ‘হাম্বা’ কবিতা পড়তে গিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পশুপ্রেমের বিষয়টি টেনে নিজেরও পশুর প্রতি প্রেমের কথা প্রকাশ করেন। এদিকে কবিতা পড়ার মাধ্যমে যে মমতাকে কটাক্ষ করেছেন শ্রীলেখা, তা বুঝতে বাকি নেই কারোর।

শ্রীলেখার এই ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ‘আমি বাকরুদ্ধ! এতো নোবেল পাওয়ার যোগ্য! আরেকজন লিখেছেন, ‘খুব অনুপ্রাণিত হলাম, এবার থেকে আমিও লিখব কবিতা।’ অপরজন লিখলেন, ‘রবি ঠাকুরের চুরি হয়ে যাওয়া নোবেল এর দুক্কু বাঙালি খুব শিগগিরই ভুলে যাবে। কারণ বাংলায় আবার একটা নোবেল আসছে।’

এবিসিবি/এমআই

Translate »