Type to search

বিনোদন

দেশে ভারতীয় স্টার গ্রুপের ৭ চ্যানেল সম্প্রচার বন্ধ

বাংলাদেশে যাদু ভিশন লিমিটেড পরিবেশিত ভারতীয় স্টার গ্রুপের ৭ চ্যানেল স্টার গোল্ড, স্টার জলসা, জলসা মুভিজ, ন্যাশানাল জিওগ্রাফিক ওয়াইল্ড, ন্যাশানাল জিওেগ্রাফিক চ্যানেল ও স্টার ভারত বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব) ঐক্য পরিষদ।

সম্প্রতি যাদু ভিশন লিমিটেড কর্তৃক নিজেদের ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা ছড়িয়ে দিতে দেশের বিভিন্ন জায়গায় ক্যাবল অপারেটর নিয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এই প্রতিবাদে কোয়াব এক সংবাদ সম্মেলন করে।

এতে এই সমস্যা সমাধানে আলাপ আলোচনার জন্য ৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় পরিষদ। কিন্তু যাদু ভিশন লিমিটেড থেকে কোন ইতিবাচক সাড়া না পেয়ে ৪ নবেম্বর সন্ধ্যা থেকে স্টার গ্রুপের সব চ্যানেল প্রচার বন্ধ করে দেয় কোয়াব।

এ সম্পর্কে ক্যাবল অপারেটরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ঐক্য পরিষদদের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেন, ৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম আমরা।

এই তারিখের মধ্যে আমাদের সাথে আলোচনা করা জন্য। যদি তারা ব্যাবসায়িক মনোভাবাপন্ন থাকত, ব্যবসাটা আমাদের সাথে মিলে-মিশে করতে চাইত তাহলে তারা আমাদের সাথে আলোচনায় বসত। তাদের সাথে ১০ বছর ধরে ব্যবসায়িক সম্পর্ক আমাদের।

কিন্তু সে লাইনেই হাঁটে নাই তারা। তারা যখন ৪ নভেম্বর পর্যন্ত আমাদের সাথে আসে নাই। এ কারণে ৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে সারা বাংলাদেশের ৮০ ভাগ অপারেটররা বন্ধ করে দিয়েছে স্টার গ্রুপের চ্যানেল। এখন বন্ধের মধ্যেই আছি আমরা।

এসএম আনোয়ার পারভেজ আরও বলেন, আমরা দীর্ঘ ১০ বছর ধরে প্রয়াত মেয়র আনিসুল হকের ছেলের মালিকানাধীন যাদু ভিশন লিমিটেডের সাথে নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। বিগত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানটি নিয়োগকৃত দেশি-বিদেশি কর্মচারীদের ক্যাবল অপারেটরদের সাথে অসৌজন্যমূলক আচরণ সহ্যসীমা অতিক্রম করেছে। করোনাভাইরাস কালের মধ্যে ছোটখাটো বিভিন্ন অজুহাতে তাদের পরিবেশিত পে-চ্যানেল বন্ধ করে দিচ্ছে। আসলে এসবের মাধ্যমে তাদের মালিকানাধীন ক্যাবল টিভি নেটওয়ার্ক (যাদু ডিজিটাল) ব্যবসাটি বিস্তৃত করার অপপ্রয়াশে তারা লিপ্ত আছে।

এ বিষয়ে কোয়াব এক সংবাদ সম্মেলন করেছে রাজধানীর এক অভিজাত হোটেলে রবিবার (৮ নভেম্বর) বিকেলে।

সংবাদ সম্মেলনে কোয়াবের নেতারা বলেন, স্টার গ্রুপের পে চ্যানেল সমুহের বাংলাদেশের পরিবেশক যাদু ভিশন লিমিটেড কর্তৃক ক্যাবল টিভি অপারেটরদের সঙ্গে অব্যাবসায়িক আচরণ, অপারেটর কর্তৃক টাকা পরিশোধের প্রাপ্তি রশিদ প্রদানে অসহযোগিতা, সম্পূরক শুল্কের রশিদ প্রদানে অসঙ্গতি এবং বিভিন্নভাবে ক্যাবল টিভি অপারেটরদের হয়রানির প্রতিবাদে ২৮ অক্টোবর এক সংবাদ সম্মেলন করা হয়।

যাদু ভিশন সমস্যা সমাদানের পথে না হেটে তাদের নিয়োজিত একজন ভিনদেশী কর্মচারী বাংলাদেশের একটি ব্যবসায়িক সংগঠন নিয়ে এবং আপামর ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের আপত্তিকর ও মিথ্যা তথ্য প্রদান করছে যা আমাদের জন্য অনভিপ্রেত, দুঃখজনক ও অসম্মানজনক। তার এ ধরনের কর্মকান্ডের জন্য সমগ্র ক্যাবল অপারেটরগন তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

এ নিয়ে জাদু ভিশন লিমিটেডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয় বর্তমানে দেশে ৬০০ এর উপর বৈধ ক্যাবল অপারেটর রয়েছে, যাদের মধ্যে অল্প কিছু সংখ্যক কেবল অপারেটর নিজেদের কোয়াব ঐক্য পরিষদ বলে পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে অবাঞ্ছিত কিছু বিষয় সামনে নিয়ে এসে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছে।

Translate »