Type to search

বিনোদন

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মারা গেছেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা মৃত্যুবরণ করেছেন। ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অপু বিশ্বাসের মায়ের নাম শেফালী বিশ্বাস।

এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাস নিজেই। অপু বিশ্বাস জানান, অত্যন্ত বেদনা দিয়ে জানাচ্ছি আমার মা না ফেরার দেশে চলে গেছে। তিনি বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মারা গেছেন।

তিনি বলেন, যদি মা কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন, তবে ক্ষমা করে দেবেন। সবাই সৃষ্টিকর্তার  নিকট মায়ের জন্য দোয়া করবেন।

অপু বিশ্বাস বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়ায় জন্মগ্রহণ করেন। জীবনের শেষ সময়ে শেফালী বিশ্বাস মেয়ে অপু বিশ্বাসের সাথে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

Translate »