করোনাভাইরাসে মারা গেলেন অভিনেত্রী বিজরীর বাবা বরকতুল্লাহ
বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতুল্লাহ করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়ে মারা গেছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা বরকতুল্লাহ। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ, এছাড়া কাজরী নামে তার আরেক মেয়ে রয়েছে।
বিজরী বরকতুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে তার বাবার করোনাভাইরাস পজিটিভ হওয়ার সংবাদটি জানান।
এর আগে বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ভেন্টিলেশনে ছিলেন।
মোহাম্মদ বরকতুল্লাহ বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা।
জনপ্রিয় নাটকের মধ্যে তার নির্মিত আছে- ‘ঢাকায় থাকি, ‘সকাল-সন্ধ্যা, কোথাও কেউ নেই’।