Type to search

বিনোদন

হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী অলিভিয়া আর নেই

হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী অলিভিয়া দে হাভিল্যান্ড মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর। রোববার (২৬ জুলাই) তার নিজ বাসবভনে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেত্রী।

অলিভিয়া দে হাভিল্যান্ডের মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে বলেন, তার মুখপাত্র লিসা গোল্ডবার্গ। তিনি জানান, ২ বারের অস্কার বিজয়ী অভিনেত্রী প্যারিসে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেখানে তিনি প্রায় ৬০ বছর ধরে বসবাস করছিলেন।

হলিউডের ইতিহাসের অন্যতম সেরা ফ্লিম ‘গোন উইথ দ্য উইন্ড’ (১৯৩৯)-এর অভিনেত্রী ছিলেন অলিভিয়া দে হাভিল্যান্ড। সিনেমাটি সংশ্লিষ্ট অন্যরা অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

কালজয়ী ওই সিনেমাটির অলিভিয়া একমাত্র জীবিত সাক্ষী ছিলেন। কিন্তু অবশেষে তিনিও চলে গেলেন। তিনি এই সিনেমার জন্য অস্কার জিতে ছিলেন। এছাড়া পাঁচবার অস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি।

Translate »