স্বাধীনতা দিবসে ‘অপারেশন সুন্দরবন’
স্বাধীনতার ৫০ বছরপূর্তিতে আসছে ২৬ মার্চ মুক্তি পাবে দীপঙ্কর দীপনের নির্মাণাধীন ছবি ‘অপারেশন সুন্দরবন’। ছবিটির প্রযোজক র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি মুক্তির সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করেছে।
শনিবার বিকালে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদর দফতরে ছবির অগ্রগতি ও সার্বিক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এসব তথ্য জানান।
নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ২০১৮ সালের ৫ জানুয়ারি তৎকালীন র্যাব প্রধান ড. বেনজীর আহমেদ আমাকে বলেন, ‘সুন্দরবন জলদস্যু মুক্ত হওয়ার ঘটনা নিয়ে সিনেমা তৈরি করতে চাই।’ এ জন্য তিনি আমাকে সরেজমিন পরিদর্শনে যাওয়ার অনুরোধ করেন। দীর্ঘদিন সেখানে থাকার সময় তৎকালীন র্যাবে কর্মরত অফিসারদের খোঁজখবর করি। তাদের কাছ থেকে সুন্দরবন জলদস্যু মুক্ত করার বিভিন্ন গল্প ছাড়াও স্থানীয় জেলে, সেখানে বসবাস করা পরিবার ও দস্যুদের মাধ্যমে নির্যাতিত অনেকের সঙ্গে কথা বলি। এরপরই সিনেমার কাজ শুরু হয়। এরই মধ্যে ৩৩ দিনের শুটিং শেষ হয়েছে।
জানা গেছে, ছবিতে র্যাবের অনেক কর্মকর্তা জড়িত আছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন- সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, রিয়াজ, রাইসুল ইসলাম আসাদ, জিয়াউল রোশন, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ, সামিনা বাশারসহ আরও অনেকে। এ ছাড়া প্রায় ১৩শ জন সিনেমায় অভিনয় করছেন। এখন শেষ পর্যায়ের কাজ চলছে।