Type to search

বিনোদন

সরকারি অর্থ আত্মসাৎ, কবি ও নির্মাতা টোকন ঠাকুর আটক

 

‘কাঁটা’ শিরোনামে সিনেমা করার কথা বলে টোকন ঠাকুর সরকারি অনুদান নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে তিনি সিনেমা জমা দেননি। এজন্য কবি ও পরিচালক টোকন ঠাকুরের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগে তথ্য মন্ত্রণালয় মামলা করেছিল।

ওই মামলায় রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোডের ভাড়া বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম।

তিনি বলেন, ‘কবি টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেজন্য আজ রাত ৮টার দিকে আমরা তাকে আটক করেছি। এখন থানায় আছেন তিনি। তাকে কাল সকালে আদালতে পাঠানো হবে।’

টোকন ঠাকুরকে আটক অভিযানে অংশ নেয়া নিউমার্কেট থানার এসআই মিলন বলেন, এলিফ্যান্ট রোডের ২২৫/১ নম্বর বাসার ৬তলার ফ্ল্যাট থেকে টোকন ঠাকুরকে আটক করা হয়।

২০১২-১৩ অর্থবছরে ‘কাঁটা’ শিরোনামের একটি সিনেমা নির্মাণের জন্য অনুদান পান কবি ও পরিচালক টোকন ঠাকুর। কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে প্রথম সিনেমা পরিচালক হিসেবে নাম লেখানোর কথা ছিল এই কবি ও নির্মাতা ঠাকুরের।

Translate »