Type to search

বিনোদন

শাহরুখ খান পুরস্কারের ব্যাপারে ‘নির্লজ্জ’

বলিউডের বহু হিট সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। সে কারণে তাঁর পুরস্কারের ঝুলিটাও বেশ বড়। এখন পর্যন্ত তিন শতাধিক পুরস্কার পেয়েছেন তিনি। সেগুলো খুব যত্নে রেখেছেন শাহরুখ খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রতি তাঁর ভালোবাসার কথাও ভক্তদের জানিয়েছেন অভিনেতা।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে পুরস্কার নিয়ে বিশেষ আবেগের কথা বলেন নায়ক।
পুরস্কারের মতো আয়োজনগুলো উপভোগ করেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পুরস্কার অনুষ্ঠান উপভোগ করি। এ ব্যাপারে আমি বড়ই নির্লজ্জ! আমি পুরস্কার পেতে ভালোবাসি। আমি অনুষ্ঠান ভালোবাসি। বক্তৃতা দিতে গেলে একটু ঘাবড়ে যাই। বিশেষ করে আন্তর্জাতিক পুরস্কারের ক্ষেত্রে, কারণ, তখন আমাকে নিশ্চিত করতে হয় যে ভারতীয় সিনেমাকে যেন ভালোভাবে উপস্থাপন করা হয়। আমাকে আমার সেরা আচরণে থাকতে হবে। আমার রসবোধ নিয়ন্ত্রণ করতে হবে। কারণ, ভারতের জন্য সিনেমা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’
ট্রফি কেবিনেট আছে কি না, এ প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, তাঁর কেবল একটি ট্রফি কেবিনেট নয়, পুরস্কার সংরক্ষণের জন্য বিশাল ঘর আছে, যেটি ব্রিটিশ গ্রন্থাগারের মতো নকশা করা হয়েছে। তাঁর ভাষ্য, ‘আমার ৯ তলা অফিস আছে। প্রতিটি তলায় আমার কিছু পুরস্কার আছে।’
১০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। ১৪টি ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার ঘরে তুলেছেন এই অভিনেতা।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখের। ২০০৫ সালে পদ্মশ্রী, ২০০৭ ও ২০১৪ সালে ফ্রান্সের অর্ডার অব আর্টস অ্যান্ড লেটারস অ্যান্ড লিজিয়ন অব অনার পুরস্কারে ভূষিত হন তিনি।

-দ্য গার্ডিয়ান

Translate »