Type to search

বিনোদন

টাকা মেরে দেওয়ায় রাম গোপাল ভার্মা নিষিদ্ধ

রাম গোপাল ভার্মা-abcb news

বলিউড নির্মাতা রাম গোপালকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে ইমপ্লয়ি (এফডব্লিউআইসিসি) সংগঠনটি এক সিদ্ধান্তে জানিয়েছে, তাদের ৩২টি ইউনিয়ন ভবিষ্যতে পরিচালক রাম গোপাল ভার্মার সঙ্গে আর কাজ করবে না। অভিযোগ, চলচ্চিত্রের শিল্পী ও কর্মীদের প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রাম গোপাল ভার্মা এফডব্লিউআইসির কাছ থেকে একটি চিঠি পেয়েছিল। সেখানে পাওনাদারদের পুরো বিবরণসহ উল্লেখ করা ছিল। এমনকি এর আগেও বেশ কয়েকবার মৌখিকভাবেও তাকে সতর্কতা করা হয়েছিল। কিন্তু নির্মাতা কোনো চিঠির উত্তর দেননি। তাই বাধ্য হয়ে এই নন্দিত পরিচালককে বয়কটের ডাক দিয়েছে এফডব্লিউআইসিসি।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ভারতের গোয়ায় একটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রাম গোপাল ভার্মা। তবে সিনেমাটি শেষ করতে পারেননি তিনি। পাওনাদারদের টাকা পরিশোধ না করায় সমিতির সিদ্ধান্তে শুটিং বন্ধ করে দিতে হয়েছিল তাকে।

Translate »