চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্য ২ হাজার পিপিই পাঠালেন সুপারস্টার শাহরুখ খান
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে কঠিন সময় পার করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। এ সময় যে যার মতো তাদের পাশে দাঁড়িয়েছেন। এবার ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের দুর্দশার কথা ভেবে ২ হাজার পিপিই পাঠালেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
মহামারির সাথে লড়াই করে যাওয়া ছত্তিশগড়ের চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের জন্য ওই দুই হাজার পিপিই পাঠান জনপ্রিয় কিং খান। তার স্বেচ্ছাসেবী সংগঠন মীর ফাউন্ডেশন এগুলোর ব্যবস্থা করে। কিং খানের স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ওই সাহায্য পাওয়ার পরই শাহরুখ খানকে ধন্যবাদ জানাতে ভোলেননি ছত্তিশগড়ের মন্ত্রী টি এস সিং দেও।
তিনি বলেন, ছত্তিশগড়ের ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের সাহায্যের জন্য শাহরুখ যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্য ছত্তিশগড়ের মন্ত্রীর কাছ থেকে ধন্যবাদসূচক বার্তা পাওয়ার পর তাকেও ধন্যবাদ জানান কিং খান।
শাহরুখ আরও জানান, মহামারি করোনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তার যে সামর্থ, সেই অনুসারে তিনি সাহায্য করবেন। এই কঠিন সময়ে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীদের সুরক্ষায় তিনি তার নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।