Type to search

বিনোদন

চার মাস ধরে মৌসুমীকে বিরক্ত করছেন জায়েদ বললেন ওমর সানী

চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানি। রোববার সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর শিল্পী সমিতির কর্যালয়ে উপস্থিত হয়ে এই অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। ওমর সানির লিখিত অভিযোগের একটি কপি এসেছে ইত্তেফাক অনলাইনের হাতে।

অভিযোগপত্রে ওমর সানি লিখেছেন, সমিতির সদস্য জায়েদ খান গত চার মাস ধরে আমার স্ত্রী আরিফা পারভীন জামান মৌসুমীকে নানাভাবে হয়রানি ও বিরক্ত করে আসছেন। আমার সুখের সংসার ভাঙার জন্য বিভিন্ন কৌশলে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে আসছেন।

41ওমর সানীর লিখিত অভিযোগের কপি। ছবি: সংগৃহীত

তিনি আরও লিখেছেন, এই অভিযোগের প্রমাণ আমার এবং আমার ছেলের কাছে আছে। তাছাড়া মুরুব্বি হিসেবে আমি ডিপজল ভাইয়ের কাছে এই বিষয়ে অভিযোগ করেছি। কিন্তু কোন সমাধান হয়নি। ডিপজল ভাইয়ের ছেলের বিয়েতে জায়েদ খানের সাথে দেখা হলে, এ বিষয়ে সংযত হওয়ার জন্য আমি অনুরোধ করি। এতে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং হঠাৎ পিস্তল বের করে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

Omar saniলিখিত অভিযোগ নিয়ে শিল্পী সমিতিতে জায়েদ খান। ছবি: সংগৃহীত

এর আগে ওমর সানীর অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেছেন, ‘আসলে আমার মনে হয় সেসময় তিনি নেশাগ্রস্থ ছিলেন। শিল্পী সমিতির নির্বাচনের সময় থেকে আমাকে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র চলছে। এটা খুবই দুঃখজনক এবং আমাকে বিব্রত করছে।’

প্রসঙ্গত, অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে চিত্রনায়ক ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে।

এবিসিবি/এমআই

Translate »