এবার করোনায় আক্রান্ত হলেন দীপিকা পাড়ুকোন

বলিউড জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আপাতত বেঙ্গালুরুর বাড়িতে পরিবারের সাথে রয়েছেন দীপিকা। অভিনেত্রী দীপিকা কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবরটি মঙ্গলবার সন্ধ্যায় জানা যায়।
এর আগে সকালে জানা গেছে, করোনা শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন দীপিকার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন।
আনন্দবাজার পত্রিকার সংবাদে বলা হয়, করোনায় আক্রান্ত দীপিকার পুরো পরিবার। ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা ও ছোট মেয়ে অনিশার কোভিড-১৯ উপসর্গ দেখা দেয়। গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা পাড়ুকোন। সাথে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। মুম্বাইয়ে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পর তারা বেঙ্গালুরু যান। কিন্তু বাড়িতে গিয়ে করোনায় শনাক্ত হলেন দীপিকা।