Type to search

বিনোদন

আজও হয়নি মডেল তিন্নি হত্যা মামলার রায়

মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নিকে হত্যার ঘটনায় সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম ফারুক অভির বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রসিকিউশনের ২ সাক্ষীর জবানবন্দি আবার রেকর্ড করবেন ঢাকার একটি আদালত।

সাক্ষীরা হলেন—তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম ও মামা সৈয়দ রেজাউল করিম।

মামলায় জবানবন্দি রেকর্ডের অনুমতি চেয়ে আবেদন জমা দিলে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক কেশব রায় চৌধুরী এ আদেশ দেন।

এর আগে বিচারক তার ২৩ অক্টোবরের আদেশ প্রত্যাহার করে মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ২০২২ সালের ৫ জানুয়ারি।

আদালত এর আগে মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ২৩ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

কিন্তু ২০০৮ সালের ৮ নভেম্বর অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওভির বিরুদ্ধে অভিযোগ আনে এবং পিয়ালসহ বাকিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের নাম বাদ দেয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, তিন্নির সঙ্গে ‘সম্পর্ক’ গোপন করতে তাকে হত্যা করেছেন ওভি। অভিযোগপত্রে আরও বলা হয়েছে, তিনি কানাডায় ছিলেন।

এই অভিযোগপত্র জমা দেওয়ার পর আদালত ওভির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাকে আদালতে হাজির হতে কয়েকবার সময় দেন। কিন্তু ওভি আদালতের আদেশ পালন করেনি।

Translate »