Type to search

বিনোদন

সুরের মূর্ছনায় বঙ্গবন্ধুকে এ আর রহমানের বিনম্র শ্রদ্ধা

চৈত্রের সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে ভিজেছেন দর্শকরা। প্রকৃতির কান্না থামার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আসা দর্শকরা রাতে আরেক দফা সুরের বর্ষণে স্নাত হয়েছেন। ভারতের অস্কার জয়ী সংগীতশিল্পী এ আর রহমানের গানের সুরে মোহিত সবাই।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিসিবি আয়োজিত ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ কনসার্টে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বিশ্ব সংগীতাঙ্গনে উপমহাদেশের মুখ এ আর রহমান গতকাল গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিসিবির অনুরোধে বঙ্গবন্ধুকে নিয়ে তার নিজের তৈরি করা দুটি গান গেয়েছেন তিনি।যার মধ্যে একটি ছিল বাংলায়, আরেকটি হিন্দিতে। গতকাল এ আর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি গান দুটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করলাম।আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও ধন্যবাদ জানাচ্ছি এ আয়োজনের জন্য।’

করোনা ভাইরাসের কারণে দুই বছর আগে (২০২০) বিশেষ এই কনসার্ট স্থগিত হয়ে গিয়েছিল। অবশেষে করোনা সংক্রমণ কমে আসায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে বিসিবি আয়োজন করে এ কনসার্ট। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনকে ভিন্ন মাত্রায় নিয়ে যায় গতকালের কনসার্টের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেন কনসার্ট। এ আর রহমানই ছিলেন কনসার্টের মূল আকর্ষণ। তার সহশিল্পী, নৃত্যশিল্পীরা বিমোহিত করেন দর্শকদের। ২৪০ জনের বহর নিয়ে আসা এ আর রহমান প্রায় ৩০টি গান শুনিয়েছেন এ আয়োজনে।

এবিসিবি/এমআই

Translate »