Type to search

বিনোদন

ভারতে গায়ক ও কংগ্রেস নেতাকে গুলি করে হত্যা

কংগ্রেস নেতা এবং পাঞ্জাবী গায়ক সিধু মুসেওয়ালা দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। রোববার (২৯ মে) পাঞ্জাবের মানসা জেলায় এই ঘটনা ঘটে। একই ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে। প্রসঙ্গত, শনিবার পাঞ্জাবের ৪২৪ জনের নিরাপত্তা প্রত্যাহার করা হয়।

ওই ৪২৪ জনের মধ্যে সিধুও ছিলেন। ভিআইপি সংস্কৃতি রুখতে পাঞ্জাব সরকারের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। আর নিরাপত্তা প্রত্যাহারের একদিন পরই এই হত্যার ঘটনা ঘটল।

এনডিটিভি জানায়, দুই বন্ধুর সঙ্গে জিপে করে সিধু জওহর কে গ্রামের দিকে যাওয়ার পথে এই হামলার শিকার হন। তার শরীর গুলিতে ঝাঁঝরা করে দেয় দুর্বৃত্তরা এবং এতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি গাড়িতে নিজের আসনেই পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।

তার প্রকৃত নাম শুভদেব সিং সিধু। তবে তিনি সিধু মুসেওয়ালা নামে অধিক পরিচিত। ২৮ বছর বয়সী সিধু মানসার কাছের মুসেওয়ালা গ্রামের ছেলে। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকটি হিট গান উপহার দেন শ্রোতাদের।

এবিসিবি/এমআই

Translate »