Type to search

বিনোদন

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের শুভেচ্ছাদূত প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া

সোশ্যাল মিডিয়ায় ফ্যাশনেবল বিভিন্ন আউটফিটে তাকে দেখা যায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে। গ্র্যামি ২০২০-এর মঞ্চে বিশেষ ডিপ ভি-নেক লংগাউন পরেছিলেন তিনি যা নিয়ে কম চর্চা হয়নি। এবার ফ্যাশন দুনিয়ায় বিশেষ স্বীকৃতি পেলেন বলিউডের এই অভিনেত্রী। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের বিশেষ শুভেচ্ছাদূত হয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার অনুরাগীদের এ খবর জানিয়েছেন নিক-পত্নী স্বয়ং। প্রিয়াঙ্কা লিখেছেন, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসেডরশিপ পেয়ে আমি সম্মানিত। আগামী এক বছর আমি লন্ডনেই কাটাব। সেই সময় বেশ কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। এই সম্মান বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করি।’

এই অনুভূতির কথা প্রিয়াঙ্কা পোস্ট করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও। সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের উপলব্ধি। সেখানে তিনি লিখেছেন, ফ্যাশন বরাবর পপ কালচার বা পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে। এর মধ্যে একটা দারুণ শক্তি রয়েছে যা মানুষকে কাছাকাছি আনে। এই শিল্পের যে অবিশ্বাস্য বৈচিত্র্য, সৃষ্টিশীলতা রয়েছে তা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডরও প্রিয়াঙ্কা।

এবিসিবি/টিএস

Translate »