Type to search

বিনোদন

পাঁচ দিনে ৫০০ কোটি আয়, মান্নাতের ছাদে শাহরুখের উদযাপন

যশরাজ ফিল্মসের হাত ধরে বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তাঁর ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়ছে। ভারতীয় ছবির সাফল্য পাড়ি দিয়েছে আমেরিকাতেও।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ। ‘পাঠান’-এ তাঁর অ্যাকশন দেখতে দলে দলে হলে যাচ্ছেন অনুরাগীরা। মুক্তির পর প্রথম কয়েক দিনেই বিপুল টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। গড়ে ফেলেছে একাধিক নজির।

গত বুধবার, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। রবিবার পঞ্চম দিনে ছবিটি বিশ্ব জুড়ে ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে। কোনও কোনও পরিসংখ্যানে দাবি, পঞ্চম দিনের শেষে ‘পাঠান’-এর আয় সাড়ে ৫০০ কোটি।

শুধুমাত্র আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। সেখানে রমরমিয়ে চলছে শাহরুখ, দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম অভিনীত ছবিটি। উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসেবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা) আয় করেছে আমেরিকায়। আয়ের গড় হিসেবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ।

এই নিরিখে হলিউডের ৩টি ছবি কেবল ‘পাঠান’-এর সামনে রয়েছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে সেরা গড়ের তালিকায় তৃতীয় কিংবা চতুর্থ স্থানে শেষ করতে পারে ‘পাঠান’। তালিকায় ‘পাঠান’-এর আগে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।

একের পর এক নজির গড়ছে ছবিটি। আর এতেও খুশি গোটা বলিউড। কিন্তু অপেক্ষা ছিল একজনের, তিনি শাহরুখ খান।

রোববার মান্নাতের বাইরে ভিড় জমতে শুরু করে সন্ধ্যা থেকেই। একে তো ছুটির দিন, তার উপর প্রথম ভারতীয় ছবির জয়জয়কার। তাই মান্নাতের বাইরে শাহরুখ অনুরাগীদের উৎসব। অবশেষে মান্নাতের ছাদে শাহরুখ এলেন, করজোড়ে ধন্যবাদ জানালেন, কখনও আবার চুমু ছুড়লেন অনুরাগীদের উদ্দেশে।

অন্যদিকে, এই ছবির নায়িক দীপিকা পাড়ুকোনকে দেখা গেল মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে। তবে এক ঝলক দেখে চেনা দায় যে, তিনি দীপিকা। আপাদমস্তক কালোয় ঢেকে বেরিয়েছিলেন তিনি।

‘পাঠান’ ছবির দুই তারকা। একই দিনই অনুরাগীদের মাঝে। মান্নাতের ছাদে শাহরুখ যখন এলেন, তাঁর পরনে ছিল কালো শার্ট, কালো ডেনিম, মাথায় ফেট্টি। অন্য দিকে, মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের বিখ্যাত প্রেক্ষাগৃহ গ্যালাক্সিতে দীপিকা এলেন আপাদমস্তক কালো পোশাকে ঢেকে। প্রায় চেনাই দায়। এ দিন দু’ হাত খুলে নিজের সেই বিখ্যাত পোজ় দেন বাদশা। ‘ঝুমে জো পাঠান’-এর হুক স্টেপে পা মেলালেন তিনি। ততক্ষণ শুধুই ‘শাহরুখ শাহরুখ’ ধ্বনিতে গমগম করছে গোটা চত্বর।

অন্য দিকে, প্রেক্ষাগৃহে দর্শকের প্রতিক্রিয়া চাক্ষুষ করলেন দীপিকাও। ‘পাঠান’ ছবির জন্য প্রথম বার নিয়ম ভাঙল মুম্বইয়ের জনপ্রিয় এই সিনেমা হল। ১২টা থেকে শো শুরু হয় এই গ্যালাক্সি হলে। শাহরুখের ছবির জন্য সময় পাল্টে সকাল ৯টা থেকে শুরু হয় শো। সেখানেই অনুরাগীদের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। আনন্দ বাজার।

এবিসিবি/এমআই

Translate »