Type to search

বিনোদন

জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’সহ স্বপরিবার করোনায় শনাক্ত

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

তিনি একাই এ ভাইরাসে আক্রান্ত হননি। তার পুরো পরিবারের সবারই করোনা পজিটিভ আক্রান্ত হয়েছে।

গোটা পরিবারে করোনার থাবা পড়েছে জানিয়ে বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এক বিবৃতিতে জানিয়েছেন রক।

তিনি জানান, আমি, আমার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং আমাদের ২ মেয়ে টিয়ানা ও জেসমিন সবার শরীরে করোনা পজিটিভ  আক্রান্ত হয়েছে। আমরা ইতিমধ্যে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলা শুরু করেছি। সবার কাছে করোনাভাইরাস মুক্তির জন্য প্রার্থনা চাইছি।’

এ ছাড়া নিজের ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিওতে রক জানান, ‘করোনাভাইরাস বা কোভিড-১৯ একদমই ভিন্ন একটি জিনিস। ইনজুরিতে কোনো পড়ার মতো কিছু নয়, যা আমি আগেও বহুবার পড়েছি। তাই আরও বেশি সতর্ক থাকতে হবে আমাদের। সবসময় আমি চেষ্টা করেছি আমার পরিবারকে সুরক্ষা দিতে। কিন্তু তবু সবাই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে।

প্রসঙ্গত বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। চলতি বছরেই তার এ স্বীকৃতি মিলে। ব্যাপক জনপ্রিয় এই অভিনেতা ব্লকবাস্টার সুপার হিট ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তির অভিনয় শুরু করতে যাচ্ছেন।

Translate »