নৌকায় ভরসা রেখেই গনধর্ষন কারবার !
সিলেটের এমসি কলেজের ধর্ষকরা
স্বপ্না গুলশান:
নৌকায় ভরসা রেখেই নারীর উপর এমন অসভ্য বর্বর পাশবিক নির্যাতন চালিয়েছেন নোয়াখালীর কুলাংগার দেলোয়ার বাহিনী। সিলেটের এমসি কলেজের ধর্ষকরাও নৌকায় ভরসা রেখেই স্বামীরে বেধে রেখে গনধর্ষন চালিয়েছেন স্ত্রীর উপর। এসব নরপিশাচ ধর্ষকদের ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত । রাজনৈতিক আধিপত্য খাটিয়ে নির্ভয়ে সগৌরবে অপকর্ম চালিয়েছেন তারা। এলাকাবাসী এদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। স্থানীয় প্রশাসন ও এদের কাছে অসহায় ।
নোয়াখালীর অসহায় নারীর উপর এমন বর্বরোচিত হামলার ভিডিও টা দেখে আমি কেমন যেন মানসিক অসুস্থতা বোধ করছি। আপনি , আমি ,নারী -পুরুষ সবাইসভ্য সমাজেরই অংশ বলে দাবী করতাম । কিন্ত সে বিশ্বাস ভেঙ্গে গেছে । নারীর প্রতি এমন নির্মম পাশবিক নির্যাতন আর ধারাবাহিক ভাবে গনধর্ষন কোন সভ্য সমাজে হতে পারে আমার জানা নেই । তবে কি আমরা এখন অসভ্য সমাজে বাস করছি? আমাদের ঘরে ও আছে নারী শিশু । এদের নিরাপদভাবে বেডে ওঠার জন্য কি এমন বাংলাদেশ চেয়েছি আমরা ? যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী সেদেশে নারী নির্যাতনের এ কেমন ভয়াবহ অবস্থা ?
যেকোন দেশের সামাজিক আপরাধ, আইনের অপপ্রয়েগ , ক্ষমতার অপব্যবহার সবকিছুর দ্বায়ভার দেশটির পরিচালনায় থাকা সরকারের উপর বর্তায় । এসব অপকর্ম নিয়ন্ত্রন করে সুষ্ঠু সমাজ , জাতি তথা দেশ গড়ে তুলতে না পারলে একটা দেশের সরকারের কাজটা কি?
বাংলাদেশের খবর পড়তে গেলেই প্রথমে চোখে পডে আওয়মীলীগ/ যুবলীগ / ছাত্রলীগের সোনার ছেলে মেয়েদের অপকর্মের কথা। ইদানীং ভয়াবহ রুপ ধারন করেছে ছাত্রলীগের নারী ধর্ষন কারবার !
প্রশ্ন হলো আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা এত কঠোর হবার পরে ও লাগামহীন ছাত্রলীগকে কেন নিয়ন্ত্রন করা যাচ্ছেনা? এধরনের চিহ্নিত অসভ্য জানেয়ারগুলোকে কি রাজনৈতিক দলগুলো বয়কট করতে পারেনা? ক্ষমতাসীন রাজনৈতিকদলের পরিচয় ছাডা এমন অসভ্য জানোয়ারের মতো মধ্যযুগীয় কায়দায় নারীর উপর পাশবিক নির্যাতন সহ গনধর্ষনের মতো মারাত্মক অপরাধ করার সাহস অন্তত বাংলাদেশে কারো থাকার কথা নয় ।
রাজনৈতিক ফায়দা লুটতে একে উপরের উপর দোষ না চাপিয়ে এসব নরপশু ধর্ষকদের নির্মুল করার উপায় ক্ষমতাসীন সরকারকেই বের করতে হবে।
স্বপ্না গুলশান , অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত এবিসিবি নিউজের সম্পাদক।