অন্যায়ের প্রতিবাদ করছে, অধিকার বা গণতন্ত্রের পক্ষে কথা যারা বলেছে দেশের এমন সব লোকজনকে গুম করে ১৫ বছর ধরে অমানুষিক নির্যাতন করা হয়েছে হাসিনার তৈরী সেনাবাহিনীর বিশেষ তত্বাবধানে পরিচালিত এই টর্চার সেলে। যাকে আয়না ঘর বলে জানে মিডিয়া।
একেক করে নির্দোষ মানুষগুলো পরিবারের কাছে ফিরতে শুরু করেছে। অনেকে হারিয়েছে প্রিয়জন। আওয়ামী সমর্থকরা কি জানতেন তাদের নেত্রীর এই জঘন্যতম নিষ্ঠুরতার কথা?
এটা নিয়ে নেত্র নিউজ ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন করেছিল আয়না ঘর নামে। স্বৈরচারী হাসিনা ও তার দালাল গুলো এসব নিউজকে গুজব বলতো যাতে তার অপকর্ম ধরা না পড়ে।
প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, পিনাকি ভট্টাচার্য, জুলকার নায়েন, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, সাহেদ আলম সহ অনেকে নাকি হাসিনার বিরুদ্ধে গুজব ছড়াতো!
এখন বুঝছেন আওয়ামীসমর্থকগণ কোনটা গুজব আর কোনটা সত্য ছিল? এরপর ও যারা হাসিনার পক্ষে সাফায় গায় আমার জানতে ইচ্ছা করে উনারা কি যন্ত্রচালিত রোবটের মতো অনুভূতিহীন, বিবেক বুদ্ধিহীন মানুষরূপী অন্য কোন রোবট?