শুধু সিনহা নয়! এই মেরিন ড্রাইভ নিয়েছে অনেক নিরপরাধ মানুষের প্রাণ
পুলিশের ক্রসফায়ারে নিহত মেজর সিনহা
পুলিশের ক্রসফায়ারে নিহত শুধু মেজর সিনহা নয় !
এই মেরিন ড্রাইভ অনেক নিরপরাধ মানুষের প্রাণ নিয়েছে। কেউ বস্তাভর্তি টাকা দিতে পারেনি বা কর্তাবাবুর প্রত্যাশা অনুযায়ী টাকা দিতে না পারায় প্রাণটা দিতে হলো।
সাথে দেশীয় তৈরি বন্দুক এবং ইয়াবা পকেটে গুজিয়ে দিয়ে বড় শিরোনাম বনে যেতো খুনের নেশায় মত্ত কর্তারা।
আমরা যারা গনমাধ্যমকর্মী,ঠিক পরদিন আমরাই কর্তাদের পক্ষে সংবাদ প্রচার করি।
মাদক চোরাকারবারি সাথে অমুক বন্দুকযুদ্ধে …. নিহত।
কেন করি সেটার ব্যাখাও আছে।
কারন, বন্দুকযুদ্ধ সাংবাদিকের সামনে হয় না।
তাই, আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যই আমরা তুলে ধরি।
প্রকৃত অপরাধী আইনের আওতায় আসুক আমরা অবশ্যই চাই।
কিন্তু নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়।
সে সাথে কিছু অসাধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কারণে পুরা বাহিনীর সুনাম ক্ষুন্ন হোক এটাও কখনও চাই না।
কোনো একজন খুনির দায় তো মুক্তিযুদ্ধ ও করোনা যুদ্ধে অসামান্য অবদান রাখা আইনশৃঙ্খলা বাহিনীর উপর বর্তায় না।
সকলে ভালো থাকুন।
তাহলে,দেশ ভালো থাকবে।
জয় বাংলা।
কার্টেসী- লিপু।
(শাহীন চৌধুরী শাহীনের ফেস বুক থেকে নেয়া)