Type to search

সম্পাদকীয় ও মতামত

বাংলাদেশেকে কাছে পেতে হলে মুসলিম নির্যাতন, অনৈতিক আগ্রাসন বন্ধ করুন মোদীজী

নরেন্দ্র মোদীর মৌলবাদী হিন্দু সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত মুসলিম গাফ্ফার আহমেদ

 

স্বপ্না গুলশান:

ভারতের রাজস্থানে ৫২ বছরের এক মুসলিম অটোরিকশা চালককে মুসলিম বিদ্বেষী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোষা হিন্দু জংগী , সন্ত্রাসী বাহিনী জোরপুর্বক “জয় শ্রীরাম , মোদী জিন্দাবাদ” বলানোর জন্য অমানুষিক অত্যাচার করেছে । গত শুক্রবার, মোদীর মদদপুষ্ট রাষ্ট্রীয় হিন্দু সন্ত্রাসী বাহীনি , গাফ্ফার আহমেদ নামের ওই অসহায় মুসলিম লোকটির উপর কিল ঘুষি লাঠি দিয়ে পিটিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে, চোখ উপডে ফেলার উপক্রম করে।

শুধু কি তাই? মোদীর হিন্দু সন্ত্রাসী বাহীনি অসহায় গফ্ফারের হাত ঘড়িসহ মানি ব্যাগ টি ও ছিনিয়ে নিয়েছে। এই হলো মোদীর দেশের সংখ্যালঘু মুসলিমদের অবস্থা।

আচ্ছা এখন একটু বিপরীত ভাবে চিন্তা করুন তো । বাংলাদেশে যদি কোন হিন্দু কে জোর করে মুসলিম কেউ কালেমা পড়ানোর জন্য মারধোর করত তবে কি অবস্থা হতো? এতক্ষন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন কড়া প্রতিবাদ করতো; ভারতে বাংলাদেশের হাইকমিশনার কে ডেকে পাঠাতো, আর বাংলাদেশের ‘ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ ‘এতক্ষনে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়ে কান্নাকাটি করে মুসলিমদের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। আর বাংলাদেশের অতি উত্সাহী ভারতীয় দালালরা রাস্তা ঘাট অবরোধ করে মিছিল বিক্ষোভসহ আরো কত কি করতো?

যাহোক, ভারতে বিজেপীর মতাদর্শ ও মোদীর সম্প্রদায়িক কর্মকান্ড নিয়ে আমার কঠোর সমালোচনার জায়গাটি খুবই পরিস্কার । আমি মনে করি ভারত যদি সেখানকার মুসলিমদের সন্মান করে তবে বাংলাদেশের হিন্দুরা ও সন্মান পাবে । ভারতের মোদীজী কে বুঝতে হবে মুসলিম ধর্মকে অপমান করে, বাবরী মসজিদ ভেঙ্গে মন্দির করে , মুসলিমদের পিছনে হিন্দু সন্ত্রাস বাহীনি লেলিয়ে দিয়ে বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশের সাথে দীঘস্থায়ী সুসম্পর্ক ধরে রাখা যাবেনা ।

নরেন্দ্রে মোদী আপনি যদি শেখ হাসিনাকে দুর্বল মনে করে আপনার হিন্দুত্ববাদের মতাদর্শকে বাংলাদেশের উপর চাপিয়ে দিয়ে আরেকটি ভারতীয় কাশ্মীর বানানোর কৌশল খোঁজেন তবে অবশ্যই সে ভুলের খেসারত আপনাকেই দিতে হবে। আপনি ও আপনার দল বিজেপী যে সেই পরিকল্পনা নিয়েই বাংলাদেশের দিকে এগুচ্ছে তা আমরা সচেতন বাংলাদেশীরা বুঝে গেছি।

বাংলাদেশের প্রধান মন্ত্রীকে ও কিন্ত মনে রাখতে হয় যে, তিনি মুসলিম প্রধান দেশের প্রধানমন্ত্রী । মোদীজী আপনি যেমন হিন্দুপ্রধান দেশের প্রধানমন্ত্রী হয়ে হিন্দু ধর্ম ও হিন্দুদের স্বার্থ কে সবার উপরে রাখেন , শেখ হাসিনাকে ও সেভাবেই ভাবতে হয় । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি বোকা মনে হয় আপনার মোদীজী ? আমাদের প্রধানমন্ত্রী সবই বোঝেন কিন্ত চুপচাপ অবজারভ করেন তারপর একশন নেন ।

আপনি কি জানেন মোদীজী আপনি যেমন আপনার হিন্দু ধর্মের রামের জন্য জীবন দিতে চান তেমনি বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুসলিম হিসেবে তার নিজ ধর্ম ইসলাম কে ভালবাসেন ।মোদী জী আপনি জানেন কি শেখ হাসিনা একজন ধর্মপ্রান মুসলমান যিনি গভীর রাতে আল্লাহর সবচেয়ে প্রিয় যে ইবাদত তাহাজ্জুদ নামাজ সেটি ও পড়েন ।

শেখ হাসিনা যদি মোদীজী আপনার মতো অন্ধ ধর্ম প্রেম , অন্ধ দেশ প্রেম ও কটু বুদ্ধি সম্পন্ন ( প্রতিবেশী দেশকে কিভাবে শোষন করা যায় ) ব্যক্তিত্বের কেউ হতেন তবে আপনি বা আপনার বিজেপী বাংলাদেশের উপর এভাবে আগ্রাসন চালাতে সাহস পেতোনা।

সবশেষে বলব মোদীজী আপনার আশপাশের সব প্রতিবেশী দেশগুলো আপনি ও আপনার সরকারের অনৈতিক কর্মকান্ডের জন্য ভারতের বিপক্ষে চলে গেছে । তাই বাংলাদেশই এখন আপনার একমাত্র ভরসা । তবে বাংলাদেশেকে কাছে পেতে হলে অনৈতিক আগ্রাসন বন্ধ করুন, মুসলিম নির্যাতন বন্ধ করুন , ভারতীয় মুসলিমদের  ধর্মীয় উৎসব পালন করতে দিন, কাশ্মীরের অসহায় মুসলিমদের উপর বর্বরোচিত নির্যাতন বন্ধ করুন।

মনে রাখবেন আপনি যদি আমার ধর্ম বিশ্বাসে আঘাত হানেন ; আমি ও পাল্টা আপনার ধর্মবিশ্বাসে আঘাত হানতে জানি। আর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক যেসব ইস্যুর উপর নির্ভর করে তারমধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সবচেয়ে গুরুত্বপুর্ন ।

স্বপ্না গুলশান, সম্পাদক এবিসিবি নিউজ

 

Tags:
Translate »