Type to search

সম্পাদকীয় ও মতামত

করোনা টিকা ও বাঙালের কপাল

জুলাইয়ের শুরুতেই তারা প্রাথমিক টেস্ট করে ফেলেছিল, এতদিনে কয়েকদফা পরীক্ষা-নিরীক্ষা হয়ে যেত। না হলেও তারা একটা পর্যায়ে চলে যেত অন্তত। হয়ত আরও মাস তিনেক লাগত, কিন্তু নিজেদের সক্ষমতায় টিকা উৎপাদন করে করোনা মোকাবেলায় এগিয়ে থাকতাম আমরা।
গ্লোব বায়োটেকের কথা বলাছিলাম। মনে আছে, বাঙালের দল..!!
কিন্তুৃ না, গ্লোব বায়োটেককে আমরা, আমাদের রাষ্ট্র মিলে পেছন থেকে টেনে ধরলাম। কারণ, ব্যবসা। রাষ্ট্র এখানে জনগণকে না দেখে
ব্যক্তির ব্যবসা দেখে। গ্লোব বায়োটেক টিকা তৈরি করলে একজন ব্যবসা পাচ্ছে না। তার ব্যবসা সেরামের সাথে, মিলিয়ন মিলিয়ন ডলার ব্যবসা। এই টাকা তাদের একাউন্টে ঢুকত রাষ্ট্রের পকেট থেকে, জনগণের পকেট থেকে।
কিন্তু বরাবরের মতই দাদারা বড্ড বেরসিক।
কিন্তু তারা তো নিজে না বেঁচে আগে রক্ষিতা বাঁচাতে এগিয়ে আসবে না। তাই তারা এখন টিকা রপ্তানি করবে না।
মারা খাও বাঙাল..!
তোমাদের রাষ্ট্র এবং কর্তারা মিলে তোমাদের পুঙ্গি মেরে দিল, আরেকবার…!!
মজার বিষয় হচ্ছে, মন্ত্রী-সচিব এখনো পাবলিককে মিসইনফর্মেশন দিয়ে যাচ্ছেন..!!
 (মাজহার মিলনের ফেসবুক থেকে নেয়া)

Translate »