Type to search

সম্পাদকীয় ও মতামত

আমেরিকার নির্বাচন : ভাগ্য বিধাতা এবার কি বাইডেনের পক্ষে?

স্বপ্না গুলশান : একটু আগে যখন ‘সিএনএন’এর খবর দেখছিলাম তখন হেডলাইন ছিল “Biden closes on in Presidency : Closes gap in Pennsylvania and Georgia.  যাহোক,  ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন ক্রমান্বয়ে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকেই  অপেক্ষা করছেন ট্রাম্পের হোয়াইট হাউজ ছেড়ে যাবার প্রতিক্রিয়া দেখতে।

আমেরিকার মতো দেশে ও মিডিয়া বিভক্ত হয়ে গেছে। জনগন তো বিভক্ত আগে থেকেই। আগের সেই United States of America আর নেই। তবে  সেখানকার Fox News যেভাবে অন্ধভাবে টেনে হিচড়ে এখনো ট্রাম্পকে জেতানোর চেষ্টা করছে সত্যি বিস্ময়কর। মিডিয়া, সাংবাদিকতা হতে হবে জনগনের মুখপাত্র, কোন বিশেষ দল বা ব্যক্তির জন্য নয়। সে তুলনায় CNN আমেরিকার জনগনের মুখপাত্র হিসেবে যথেষ্ট গ্রহনযোগ্য সংবাদ পরিবেশনের চেষ্টা করছে।

রাজনীতি, নির্বাচন এসব করতে হলে  হার- জিত মেনে নেয়ার মতো মানসিকতা থাকতেই হবে। বিশ্বের প্রথম সারিতে থাকা গণতান্ত্রিক দেশে ভোটে জিততে বা ক্ষমতা আকড়ে ধরে রাখতে কোন ক্ষমতাসীন প্রেসিডেন্টের এমন আচরন অবাক করেছে অনেককেই। এ পর্যন্ত ফলাফলে যা দেখা যাচ্ছে- তাতে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন জিতবেন এমনটিই পরিস্কার।

তারপরও অনেক অপেক্ষা করতে হবে বাইডেনকে হোয়াইট হাউজে প্রবেশ করতে। কারণ এবারের নির্বাচনে যেকোনভাবে জিততে চান ক্ষমতাসীন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার স্বাদ পেয়ে বসেছে তাকে । ইতিমধ্যে আদালতের দারস্থও হয়েছেন তিনি। কোনো প্রমাণ ছাড়াই ভোট গননায় অনিয়ম ও কারচুপির অভিযোগ এনেছেন রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেরে যাচ্ছেন এমন রাজ্যগুলোতে টুইট করে ভোট গননা বন্ধ করতে বলেছেন তিনি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এসব কারসাজিতে কোন কাজই হবে না এবার। ভাগ্যবিধাতা যেন এবার বাইডেনের পক্ষে মনে হচ্ছে। বেশীরভাগ আমেরিকান মনে হয় বাইডেনকেই বেছে নিয়েছেন এবার। যাহোক, সঠিক নেতা নির্বাচনের মাধ্যমে জয় হোক আমেরিকানদের। জয় হোক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার।

(লেখক এবিসিবি নিউজের সম্পাদক)

Translate »